![]() |
কারিনা-অর্জুন প্রথমবারের মত জুটিবদ্ধ হচ্ছেন |
বলিউডের প্রখ্যাত দুই অভিনয়শিল্পী কারিনা কাপুর ও অর্জুন কাপুর এবার প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন। আর তাদেরকে এক সিনেমায় নিয়ে আসছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আর বালকি।
![]() |
কারিনা-অর্জুন প্রথমবারের মত জুটিবদ্ধ হচ্ছেন |
আর বালকি তার ‘পা’ সিনেমা দিয়ে অনেক সমাদৃত হয়েছিলেন। কারিনা কাপুর ও অর্জুন কাপুরের এই নতুন সিনেমাটির নাম এখনো নির্ধারণ হয়নি, তবে সিনেমাটি পরিচালনা করবেন আর বালকি। সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। আর সে কারণেই সিনেমাটির শুটিং এ বছরের জুলাই মাস থেকেই শুরু হবে বলে জানা গেছে।
সিনেমাটি নিয়ে এখন থেকেই অনেক আলোচনা শুরু হয়েছে। আর তার কারণও এই বিশেষ ধরনের জুটিবদ্ধতা। কারিনার সঙ্গে সিনেমা করতে পারছেন জেনে দারুণ উচ্ছ্বসিত অর্জুন কাপুর কারণ এ কথা বোধ হয় সকলেরই জানা কারিনা কাপুর হলেন অর্জুনের প্রিয় অভিনেত্রী। এই সিনেমার নতুন জুটি দর্শক কীভাবে নেন, সেটাই এখন দেখার বিষয়।
No comments:
Post a Comment