![]() |
মাহি ফের জাজ মাল্টিমিডয়ায় |
চারদিকে চাউর হয়ে ওঠা এমন খবরের ভিত্তিতে জাজ মাল্টিমিডয়ার সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, এই গুঞ্জনটা আমিও শুনেছি। তবে মাহিকে নিয়ে যদি আবারো ছবি বানাই তাহলে সবাইকে জানিয়েই ছবি বানাবো। এ নিয়ে কোনো লুকোছাপা করতে চাই না।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে ২০১২ সালে চলচ্চিত্রে আগমন ঘটে মাহিয়া মাহির।এরপর জাজ প্রযোজিত সব ছবিতেই অভিনয় করেন মাহি।