
কিছুদিন আগেই আরবাজ খানের সঙ্গে বিয়ের সম্পর্ক চুকিয়ে ফেলেছেন মালাইকা(Malaika) আরোরা। এবার নিজের নামের সঙ্গে থাকা ‘খান’ উপাধিও সরিয়ে ফেললেন তিনি।
মিস মালিনি ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সী মালাইকা সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে শুধু ‘মালাইকা আরোরা’ হিসেবে সম্বোধন করতে বলেন। গত মার্চে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন আরবাজ খান ও মালাইকার আরোরা। ১৭ বছরের দাম্পত্য জীবনে তাদের ১৩ বছর বয়সী ছেলে আরহান রয়েছে।