কলকাতায় পুরুষ যৌনকর্মী (জিগোলো) নতুন কোনো ঘটনা নয়। একটা সময় বলা হত— ফ্রি স্কুল স্ট্রিটে যদি কোনো সুবেশ পুরুষকে দেখা যায় হাতে রুমাল বেঁধে দাঁড়িয়ে রয়েছেন, বুঝতে হবে তিনি যৌনকর্মী। সে ঘটনা প্রথমবারের মত উঠে আসছে সিনেমায়।
সম্প্রতি প্রকাশ হল সেই ছবি ‘রোমান্টিক নয়’-এর ট্রেলার। রাজিব চৌধুরী পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাহেব ভট্টাচার্য। তার বিপরীতে আছেন প্রিয়াঙ্কা সরকার।
মফস্বল থেকে শহরে আসা এক যুবকের কীভাবে স্বপ্নভঙ্গ হয়, কীভাবে টাকা উপার্জনের আশায় জড়িয়ে পড়ে ‘জিগোলো’ সার্ভিসের সঙ্গে, তা নিয়েই ‘রোমান্টিক নয়’-এর গল্প। সে সুস্থ স্বাভাবিক প্রেম চায়, কিন্তু পরিস্থিতি বাধ্য করে প্রেমহীন শারীরিক সম্পর্কে।
সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জুন মালিয়া, পার্থ সারথি, রাজেশ শর্মা, সায়নী দত্ত ও প্রদীপ মুখোপাধ্যায়।
No comments:
Post a Comment