সুপারস্টার শাকিব খান ও নবাগতা শবনম বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি চলতি মাসের ৪ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ পায়।
এক মাস না হতেই ২২ লাখেরও বেশি মানুষ দেখেছে গানটি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত গানের ভিউয়ার্স দেখা গেছে ২২ লাখ ৮০ হাজার! বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা বুবলী।
তিনি বলেন, ‘ভাবতেই ভালো লাগছে যে, আমার প্রথম ছবির কোনো গান এতগুলো মানুষ দেখেছে। ‘বসগিরি’ ছবিটি এরই মধ্যে সুপারহিট হয়েছে। আমার ক্যারিয়ারের প্রথম ছবি যে এতোগুলো সাফল্য বয়ে আনবে এটা আমার ভাবনায় ছিলো না। সবার ভালোবাসার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
‘দিল দিল দিল’ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।
এদিকে ‘বসগিরি’ ছবির অন্য গানগুলোও চোখে পড়ার মত ভিউয়ার্স দেখা গেছে। আর টানা দ্বিতীয় সপ্তাহ চুটিয়ে ব্যবসা করার পর তৃতীয় সপ্তাহেও নতুন করে আরো কিছু হল পাচ্ছে ‘বসগিরি’। এমনটাই জানা গেল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস সূত্রে।
No comments:
Post a Comment