আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে (International Mother Language Day) দেশের সব টিভি চ্যানেলে নানা আঙ্গিকের সঙ্গীতানুষ্ঠান।
একুশে টিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান 'ভালোবাসায় একুশ'। এতে সঙ্গীত পরিবেশন করবেন লিজা, পুতুল, সাবি্বর ও অপু।
চ্যানেল আইয়ে সকাল সাড়ে ৭টায় থাকছে 'গানে গানে সকাল শুরু'। সরাসরি এ সঙ্গীতায়োজনে গাইবেন মোহাম্মদ আবদুল জব্বার, সাদি মহম্মদ, শাহীন সামাদ প্রমুখ।
দেশটিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে 'তুমি আজ জাগো একুশে'। এতে শহীদ মুনির চৌধুরীর নাটক 'কবর' পাঠ করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, একুশের গান শোনাবেন ফেরদৌস আরা।
এটিএন বাংলায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে 'ভাষার গান'। এতে গাইবেন সুবীর নন্দী, ফাহমিদা নবী ও রফিকুল আলম।
সকাল ৭টায় দীপ্ত টিভির 'দীপ্ত প্রভাতী' অনুষ্ঠানে গাইবেন ইউসুফ আহমেদ খান ও স্বর্ণময়ী মণ্ডল।
মাছরাঙা টিভিতে রাত ১১টায় প্রচার হবে 'আমি বাংলায় গান গাই'। এতে থাকছে অপু, আব-ই জান্নাত ও মিতু রানী কর্মকারের পরিবেশনা।
রাত সাড়ে ১১টায় এনটিভিতে থাকছে গানের অনুষ্ঠান 'একুশের জানালা'। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ, জুয়েল, নির্ঝর, সাবি্বর ও ইশরাত মিতু।
আরটিভিতে সকাল সাড়ে ৭টায় প্রচার হবে 'একুশের গান'। এতে থাকছে লিজা, সাবি্বর , দেবলীনা সুর ও ইউসুফের সঙ্গীত পরিবেশনা।
এ ছাড়াও চ্যানেল নাইন সকাল থেকে সরাসরি দেখাবে 'বর্ণমেলা'। এতে গাইবে ব্যান্ড চিরকুটসহ অনেকে।
No comments:
Post a Comment