অনেক দিন পর খণ্ড নাটকে (Natok) অভিনয় করলেন সুমাইয়া শিমু।
ইফতেখার ইফতি পরিচালিত 'রূপালী সুতোয় বুনা ভালোবাসার ঘর' এবং সোহাগ কাজীর 'এক্সপেয়ারি ডেট'। দুটো নাটকেই সুমাইয়া শিমুর বিপরীতে আছেন মীর সাবি্বর। সুমাইয়া শিমু বলেন, একক বা খণ্ড নাটকে দর্শক এতে স্বল্প সময়ে পূর্ণাঙ্গ একটি গল্প উপভোগের সুযোগ পায়। কিন্তু দীর্ঘ ধারাবাহিকে কোনো পর্ব না দেখতে পেলে দর্শকের কাহিনী সূত্র খুঁজে পেতে সমস্যা হয়। এ কারণে খণ্ড নাটকে অভিনয় করতে ভালো লাগে। আশা করছি, নাটক দুটি দর্শকদের ভালো লাগবে বলে।' খণ্ড নাটক ছাড়াও সুমাইয়া শিমু এখন ব্যস্ত আছেন 'শূন্যতা' নামের ধারাবাহিকের কাজ নিয়ে। অম্লান বিশ্বাস পরিচালিত এই নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে।