নতুন পাঁচ ধারাবাহিক (Seriel) নাটকের কাজ শুরু করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এগুলো হচ্ছে- সৈয়দ শাকিলের 'সোনার শেকল', শামীম জামানের 'ঝামেলা আনলিমিটেড', সাগর জাহানের 'ল্যাম্পপোস্ট', মাসুদের 'পোস্টমর্টেম' ও আশরাফুজ্জামানের 'স্বদেশ স্যারের গৃহপালিত এলিয়েন'। বর্তমানে নাটকগুলোর দৃশ্যধারণ চলছে। খুব শিগগির এগুলো প্রচার হবে।
বাঁধন বলেন, '৫টি ধারাবাহিক নাটকের গল্প এবং চরিত্র একেবারেই আলাদা। ফলে প্রতিটি নাটকেই দর্শক আমাকে নতুনভাবে খুঁজে পাবেন। একজন অভিনেত্রী হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই শত পরিশ্রম করে কাজগুলো করছি। আশা করি, সব নাটকই দর্শকের ভালো লাগবে।' এদিকে বাঁধন সর্বশেষ একটি বহুজাতিক কোম্পানির ফার্নিচারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এ ছাড়া জিটিভিতে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় সৌন্দর্যবিষয়ক অনুষ্ঠান 'আজকের অনন্যা'।