ভুয়া সংস্থার হয়ে প্রচারকাজে অংশ নিয়ে ফেঁসে যাচ্ছেন সানি লিওন (sunny leone)। এ কারণে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা পারে।
দিল্লি ও উত্তর ভারতে ওয়েবপেজে ক্লিক করে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে রমরমা ব্যবসা করছিল একটি ভুয়া প্রতিষ্ঠান। প্রতারণার মাধ্যমে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
প্রতিষ্ঠানটির প্রতারণার শিকার হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ বিনিয়োগকারী। সানির বিরুদ্ধে অভিযোগ, গত বছর ভুয়া ওই প্রতিষ্ঠানের মালিক অনুভব মিত্তালের দেওয়া এক পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। সরাসরি অংশ নেন প্রতিষ্ঠানের ভুয়া ব্যবসার প্রচারকাজেও। ১৯৭৮ সালের ভারতের ‘চিটফান্ড’ আইন অনুযায়ী বেআইনি আর্থিক লগ্নির হয়ে প্রচাকাজ চালানো নিষিদ্ধ।
কিন্তু ওই আইন উপেক্ষা করেছেন সানি লিওনে। ইতোমধ্যে একটি বিশেষ দতন্তদল তদন্ত শুরু করেছে সানির বিরুদ্ধে। তদন্তদলের দাবি, সানি যে ওই সংস্থার হয়ে প্রচার করেছেন, সেই প্রমাণ ইতোমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। ফলে তদন্তকারীরা সানিকে জিজ্ঞাসাবাদ করতেই পারেন।