বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর [বিএনসিসি]-এর শুভেচ্ছাদূত হলেন Momtaz। রোববার উত্তরায় তাকে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা দেয় বিএনসিসি কর্তৃপক্ষ। মমতাজ বলেন, 'রোববার বিএনসিসি কর্তৃপক্ষ এক অনুষ্ঠানের মাধ্যমে আমাকে এই গুরুদায়িত্ব দেয়। বিএনসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এ প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।' এর আগে চলতি বছর তিনি অস্ট্রেলিয়ান একটি শিক্ষাবিষয়ক সংস্থার শুভেচ্ছাদূত হয়েছেন।
এদিকে, বৈশাখী কনসার্টে অংশ নিতে আজ দুবাই যাচ্ছেন মমতাজ। আগামী ২৮ এপ্রিল শারজায় অনুষ্ঠিত কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। কনসার্টে অংশগ্রহণের পাশাপাশি মমতাজ নতুন একক অ্যালবামের কাজ করছেন বলেও জানান। কিছুদিন আগে তিনি 'বাংলার ঢোল' শিরোনামে নতুন এক গানে কণ্ঠ দিয়েছেন। দেলোয়ার আরজুদা শরফের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন বরেণ্য সঙ্গীতশিল্পী শেখ সাদী খান।
No comments:
Post a Comment