বলিউড অভিনেত্রী Shilpa Shetty ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ভারতের মুম্বাই পুলিশের কাছে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেছেন এক ব্যক্তি। এই অভিযোগের পেক্ষিতে মুম্বাই পুলিশ শিল্পা ও তার স্বামীর কাছে নোটিশ পাঠিয়েছে।
সংবাদসংস্থা পিটিআইকে পুলিশের ডেপুটি কমিশনার মনোজ পাটিল জানিয়েছেন, থানের ভিওয়ান্ডি পুলিশ স্টেশনে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এক কাপড়ের ব্যবসায়ীকে ২৪ লাখ টাকা ঠকিয়েছেন তারা।
বিগ ডিল নামের একটি সংস্থার মাধ্যমে মালোতিয়া টেক্সটাইলের তৈরি করা বেডশিট বিক্রি করা হয়। প্রসঙ্গত বিগ ডিলের ডিরেক্টর শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা। টিভি বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি ভালো হলেও সেই বিক্রির টাকা পৌঁছায় না মালোতিয়া টেক্সটাইলের কাছে। এর ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়।
No comments:
Post a Comment