Sabina Yasmin-এর কণ্ঠে আবারও শোনা যাবে খ্যাতিমান সঙ্গীত পরিচালক আলতাফ মাহমুদের কালজয়ী গান। যে গানগুলো শিল্পী জীবন সমৃদ্ধ করেছে, তেমনই কিছু নির্বাচিত গান নিয়ে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সাবিনা। এরই মধ্যে আলতাফ মাহমুদের সুরারোপিত তিনটি গান নতুন আঙ্গিকে রেকর্ড করেছেন তিনি।
'শুধু গান গেয়ে পরিচয়', 'কথা ছিল', 'দুটি চোখ বলে'_ এই তিনটি গানের পাশাপাশি অ্যালবামে থাকবে আরও সাতটি জনপ্রিয় গান। গানের নতুন করে সঙ্গীতায়োজন করেছেন রকেট মণ্ডল। সাবিনা ইয়াসমিন বলেন, 'দীর্ঘদিনের পরিকল্পনা থেকে কাজটি শুরু করেছি। আলতাফ মাহমুদকে শ্রদ্ধা জানাতেই এ আয়োজন। খ্যাতিমান এই সুরকারের বেশ কিছু গান গেয়েছি, যেগুলো শ্রোতাদের মনে দাগ কেটেছে। এখনও সেসব গানের আবেদন ম্লান হয়ে যায়নি। এ সময়ের কথা ভেবে তার কালজয়ী গানগুলো নতুন আঙ্গিকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। আমার বিশ্বাস তার গানগুলো এ সময়ের শ্রোতাদেরও হৃদয় স্পর্শ করবে।' এর পাশাপাশি একটি দেশের গানের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন সাবিনা ইয়াসমিন।