ঈদে দুই গানের মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী সন্দীপন ও Salma। 'রোদেলা দুপুরে সুর তুলে নূপুরে' শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সন্দীপন।
স্বপ্নীলের কথা ও সুরে এর সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ভিডিওতে শিল্পীর পাশাপাশি মডেল হয়েছেন ইমিলা হক। অন্যদিকে সালমা কণ্ঠ দিয়েছেন 'বনমালী গো তুমি, পরজনমে হইয়ো রাধা' গানটি। সঙ্গীতায়োজন করেছেন দুর্জয় ফেরদৌস। মডেল হয়েছেন রুমা মলি্লক ও সুপান্থ প্রদীপ। গান দুটো প্রকাশ হবে নাশা মাল্টিমিডিয়ার ব্যানারে।