বয়স তো আর কম হলো না। তবুও চলছে নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে পথচলা। ৫১ বছর বয়সী বলিউড সুপারস্টার Salman Khan-এর বর্তমানে অ্যাকশন ধর্মী 'টাইগার জিন্দা হায়' ছবিতে শুটিং করছেন। খবর হিন্দুস্তান টাইমস।
আর এ জন্য তাকে নিয়মিত শারীরিক কসরেতর পাশাপািশ নাচ অনুশীলন করতে হচ্ছে। এই বয়সে এসে তার জন্য এতসব করা কিন্তু খুব একটা আরামদায়ক নয়।
তবু কি আর করা, ছবিতে সাইন যেহেতু করেছেন- কাজটা তো শেষ করতে হবে। তাই বেশ ধকলের মধ্যদিয়ে চলছে সালমান খানের এখনকার সময়।
বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে সালমান বলেন, 'সুলতান ছবির পর আমার দেহে ব্যাপক ধকল গেছে। এখন আমি বোকার মতো 'টাইগার জিন্দা হায়' ছবিতে সাইন করেছি। তাই আমি ভবনে লাফাচ্ছি, দৌড়াচ্ছি, শুটিং করছি, এসব করে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি অনুভব করছি একদিন আমার হাঁটু খুলে আসবে।'