নন্দিত কথাসাহিত্যিক Humayun Ahmed-এর মৃত্যুবার্ষিকী ১৯ জুলাই। কিংবদন্তি এ লেখক ও নির্মাতার স্মরণে এদিন চ্যানেল আইয়ে প্রচার হবে তার গল্প অবলম্বনে নির্মিত টেলিছবি 'রূপার জন্য ভালোবাসা'। এতে দেখানো হয়েছে দুই রূপার গল্প।
এই দুই চরিত্রে অভিনয় করেছেন ঈশানা ও টয়া। তারা দু'জনেই অভিনয় করেছেন রূপার ভূমিকায়। গল্পে ঈশানার চরিত্রের নাম রূপা চৌধুরী আর টয়া অভিনয় করেছেন শবনম রূপা চরিত্রে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন রাজু আলিম। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন_ শহিদুল আলম সাচ্চু, চঞ্চল চৌধুরী, টয়া, জয়শ্রী কর, কাজী উজ্জ্বল প্রমুখ।
নির্মাতা রাজু আলিম জানান, হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।