বিভিন্ন মিশ্র অ্যালবামে একসঙ্গে গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী একসঙ্গে Kona-Konal। তবে এবারই প্রথম দু'জন কণ্ঠ দিলেন চলচ্চিত্রের একটি গানে। শামীমুল ইসলাম শামীমের 'গোলাপতলীর কাজল' চলচ্চিত্রে 'রোদ নেমেছে গাছের ডালে, ইচ্ছে পাখি উড়ালো ডানা' শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তারা। এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। সম্প্রতি বাপ্পার স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
গানটি প্রসঙ্গে কনা বলেন, 'কোনালের সঙ্গে বেশ কিছু মিশ্র অ্যালবামে এর আগেও গেয়েছি। তবে এবারই প্রথম আমার এক গানে দু'জন কণ্ঠ দিলাম। গানের কথা বেশ চমৎকার। বাপ্পা দা'র সুর-সঙ্গীতে গানটি দারুণ হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।' কোনাল বলেন, দু'জন মিলে খুব সুন্দর একটি গানে কণ্ঠ দিলাম। গানটি নিয়ে আমরা শতভাগ আশাবাদী।
No comments:
Post a Comment