দুবাইয়ের এক অনুষ্ঠানে বলিউড অভিনেতা Ranbir Kapoor-এর সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী মাহিরার একটি অ্যানিমেশন সাক্ষাৎকার সবার নজরে পড়ে কিছুদিন আগে। সে সময় রণবীরের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে নতুন আলোচনার সৃষ্টি করেছিল ভারতীয় সংবাদমাধ্যম। সম্প্রতি মুম্বাই মিরর এক প্রতিবেদনে ঘোষণা করে, রণবীর ও মাহিরা অন্তরঙ্গ বন্ধু।
মাহিরা শাহরুখ খানের 'রইস' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করে। সে সময় বলিউডের কমন বন্ধুদের তালিকায় ছিল রণবীরের নাম। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা হতো তাদের। কিন্তু বলিউডে পাকিস্তানি তারকাদের কাজ করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করার পর দু'জনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সম্প্রতি দেখা যায়, ভৌগোলিক সীমা অতিক্রম করে অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। সম্প্রতি রণবীরের 'জগ্গা জাসুস' মুক্তির পর নিয়মিত রণবীরের সঙ্গে যোগাযোগ রাখছেন মাহিরা। অনেকের অনুমান, রণবীরের পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে থাকছেন মাহিরা। কিন্তু একে স্রেফ বন্ধুত্ব বলেই ঘোষণা করলেন ৩২ বছর বয়সী এ তারকা।