ঢাকার মঞ্চে আবারও সঙ্গীত পরিবেশন করতে আসছেন ভারতের কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। আগামী ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে 'লাইভ ইন ঢাকা' শিরোনামে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। এ কানসার্টের উপস্থাপনা করবেন চিত্রনায়ক RIAZ। তিনি বলেন, 'এর আগেও একাধিক বড় আয়োজনের উপস্থাপনা করেছি। সে ধারাবাহিকতায় এ কাজটিও করছি। তবে এবারই প্রথম আমার উপস্থাপনায় বিদেশি শিল্পীরা অংশগ্রহণ করবেন।'
আয়োজক প্রতিষ্ঠান গ্র্যান্ডমাস্টার ইভেন্টসের পক্ষ থেকে জানানো হয়, সুনিধি চৌহানের 'লাইভ ইন ঢাকা' কনসার্টটির উপস্থাপনা করবেন রিয়াজ। একই মঞ্চে অংশ নেবেন বিশ্বখ্যাত পোল ড্যান্সার ও ইউক্রেন গট ট্যালেন্ট প্রতিযোগিতার ফাইনালিস্ট আনাস্তাসিয়া সোকোলোভার। এ ছাড়াও দেশীয় শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে গাইবেন সঙ্গীতশিল্পী তাহসান ও কর্নিয়া। নৃত্য পরিবেশন করবেন মেহজাবিন, পায়েল ও রুমা তাপসী। আয়োজনের দিন দর্শকদের জন্য বিকেল সাড়ে ৫টায় গেট উন্মুক্ত করা হবে। অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।